Logo

আন্তর্জাতিক    >>   ট্রাম্প প্রশাসনে স্টিভেন শোয়াং যোগাযোগ পরিচালক

ট্রাম্প প্রশাসনে স্টিভেন শোয়াং যোগাযোগ পরিচালক

ট্রাম্প প্রশাসনে স্টিভেন শোয়াং যোগাযোগ পরিচালক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টিভেন শোয়াংকে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছেন। স্টিভেন শোয়াং সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরে একই দায়িত্ব পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। শুক্রবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে ট্রাম্প তাঁর প্রশাসনের এই গুরুত্বপূর্ণ নিয়োগের ঘোষণা দেন।

একই বিবৃতিতে ট্রাম্প সার্জিও গোরকে প্রেসিডেন্টের কর্মী অফিসের পরিচালক হিসেবে মনোনয়ন দেন। তিনি বলেন, “স্টিভেন শোয়াং ও সার্জিও গোর ২০১৬ সাল থেকে আমার সঙ্গে কাজ করছেন। তাঁরা বিশ্বস্ত উপদেষ্টা এবং ‘আমেরিকা প্রথম’ নীতির প্রতি তাঁদের সমর্থন অসাধারণ। তাঁদের অভিজ্ঞতা আমার প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ।”

শোয়াং ট্রাম্পের প্রথম মেয়াদেও হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তখন তিনি কৌশলগত প্রতিক্রিয়ার পরিচালক ছিলেন, যা মূলত যোগাযোগ ও জনসংযোগের কাজের একটি অংশ।

স্টিভেন শোয়াং ট্রাম্পের দ্বিতীয়বার নির্বাচনী প্রচারে যোগাযোগ কৌশল প্রণয়নে বিশেষ দক্ষতা দেখিয়েছেন। তাঁর নেতৃত্বে ট্রাম্প শিবির বিভিন্ন প্রচারণামূলক বার্তা সঠিকভাবে জনসাধারণের কাছে পৌঁছে দিতে পেরেছিল। ট্রাম্পের জয়লাভে এই প্রচারণাগুলোর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে বিশাল ব্যবধানে জয়লাভ করেন। ট্রাম্পের দল কংগ্রেসের উভয় কক্ষেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রশাসন দ্রুত কার্যকরভাবে কাজ করার প্রস্তুতি নিতে শুরু করেছে।

২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের আগে তাঁর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন প্রক্রিয়া চলছে। স্টিভেন শোয়াং ও সার্জিও গোরের মতো বিশ্বস্ত উপদেষ্টাদের নিয়ে ট্রাম্প তাঁর নতুন প্রশাসনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছেন।

শোয়াং ও গোরের মতো প্রার্থীদের নিয়োগ ট্রাম্পের প্রথম মেয়াদের অভিজ্ঞতা থেকে উঠে আসা। ট্রাম্পের প্রথম মেয়াদে এই দুই কর্মকর্তা প্রশাসনিক যোগাযোগ ও নীতিগত বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। নতুন প্রশাসনে তাঁদের অন্তর্ভুক্তি "আমেরিকা প্রথম" নীতিকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি জোরদার করবে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert